Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তিন যুবককে কুপিয়ে জখম করেছে মাদক কারবারিরা

এম আর মিলন (ব্যুরো প্রধান চট্টগ্রাম) :

মাদক ব্যবসায় বাধা দেওয়া তিন যুবককে কুপিয়ে আহত করেছে মাদক কারবারিরা। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর রাহাতারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

‎হামলায় আহত হন শামীম, মন্টু ও হৃদয়। আহতদের কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তিনজনই চাঁন্দগাও থানা যুবদলের সংগঠক মোঃ মুরাদ এর কর্মী বলে জানা যায়।

মোঃ মুরাদ বলেন,দীর্ঘদিন যাবত আসামীরা মাদক কারবারি করে আসছিলো।আমার ছেলেরা মাদক বিক্রিতে বাধা দিলে ইমন,সোহেল,মনুজ ও ৭/৮ অজ্ঞাত দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে এলাকাবাসী ইয়াবাসহ মঞ্জু কে হাতেনাতে ধরে থানায় সোপর্দ করে।চাঁন্দগাও থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.