Connecting You with the Truth

মানিকগঞ্জে অপহৃত শিশু তিনদিন পর বগুড়া থেকে উদ্ধার, আটক ১

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে অপহৃত শিশু আল-রাফিকে (৩) পুলিশ উদ্ধার করেছে।
মোবাইল ফোনে অনুসরণ (ট্র্যাকিং) করে পুলিশ অপহরণের তিনদিন পর মঙ্গলবার রাতে বগুড়ার শান্তাহার রেলস্টেশন থেকে তাকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারী বগুড়ার শাজাহানপুর উপজেলার শেলদুখারী গ্রামের নুরু প্রামাণিকের ছেলে মিন্টু প্রামাণিককে (২৬) গ্রেপ্তার করেছে। রাফি মানিকগঞ্জের ঘিওর উপজেলার চৌবাড়িয়া গ্রামের রুস্তম আলীর ছেলে।
পুলিশ ও স্বজনেরা জানায়, মিন্টু কৃষি শ্রমিকের কাজ করে। এবারের ইরি-বোরো মওসুমে তিনি মানিকগঞ্জে কাজ করতে আসেন। রুস্তম কৃষিকাজের জন্য তাকে বাড়িতে নিয়ে যান। গত শনিবার দুপুরে রুস্তম স্ত্রী-পুত্র ও মিন্টুকে সঙ্গে নিয়ে ফলসাটিয়া গ্রামে বেড়াতে আসে। দুপুর ১টার দিকে মিন্টু চকলেট খাওয়ানোর কথা বলে রাফিকে বাড়ির বাইরে নিয়ে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে মিন্টু মোবাইল ফোনে পরিবারের কাছে দুই লাখ টাকা রাফির মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় রাফির বাবা শিবালয় থানায় লিখিতভাবে অভিযোগ করেন। শিবালয় থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান জানান, মিন্টুর মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে অনুসরণ করে শিবালয় থানা পুলিশের একটি দল বগুড়া রেলস্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করে। একই সঙ্গে মিন্টুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
এ ব্যাপারে শিবালয় সার্কেল এএসপি হারুণ অর-রশিদ জানান, পুলিশের কাছে মিন্টু অপহরণের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আর রাফিকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Comments
Loading...