মানিকগঞ্জে জামায়াতের ২ নেতাসহ আটক ২৬
ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ ও হরতালে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জে জামায়াতের দুই নেতা ও বিএনপির এক কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার মধ্যরাত থেকে গত সোমবার ভোর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
আটক নেতাকর্মীরা হলেন দৌলতপুর উপজেলা জামায়াতের সভাপতি মুহাম্মদ তাজুল ইসলাম (৫৭), সাটুরিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি শওকত আলী (৪৫) ও সিঙ্গাইর উপজেলার বিএনপি কর্মী মাহবুব রহমান নাজমুল (২৬)। গত কাল সোমবার সকালে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে সাংবাদিকদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, এ জেলায় ধ্বংসাত্মক ও সহিংসতা নিবারণ অভিযানে সংশি¬ষ্ট থানা পুলিশ বিএনপি-জামায়াত সমর্থক নেতাকর্মীদের আটক করে। আর গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা সংক্রান্তে আরো ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপির নেতাকর্মী ও বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।