মানিকগঞ্জে বিএনপির ১০ কর্মী আটক
ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির আশঙ্কায় মানিকগঞ্জে বিএনপির ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
পুলিশ জানায়, মানিকগঞ্জ সদর উপজেলা থেকে ৪ জন, শিবালয় থেকে ২ জন, সিংগাইর থেকে ৩ জন এবং দৌলতপুর থেকে ১ জনকে আটক করা হয়। আটককৃতরা সকলেই বিএনপির সক্রিয় কর্মী।
জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই আব্দুল বাতেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাদের বিরুদ্ধে স্ব-স্ব থানায় মামলার প্রস্তুতি চলছে।