মানিকগঞ্জে সিনটেক্স পলিমার ফোম কারখানায় আগুন, কয়েক লক্ষ টাকার ক্ষতি
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় অবস্থিত সিনটেক্স পলিমার ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামের এক ফোম তৈরির কারখানায় অগ্নি-কান্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাটির মালমাল পড়ে গেয়ে মালিকের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। গোলড়া হাইওয়ে থানা পুলিশের ধারনা কারখানার পাশে অবস্থিত একটি বাড়ি থেকে অগ্নিকান্ডের সূত্রপাত। মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও কারখানার শ্রমিকেরা জানান, গত রাতে সিনটেক্স পলিমার ফোম ইন্ডাষ্ট্রিজ লিমিটেড নামের ওই কারখানার গোডাউন আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে কার খানার চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে কারখানার মালামাল পুরে যায়। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং পরে ঢাকার ধামরাই ও ঘিওর থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের কাজ শুরু করে। পড়ে দেড় ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে।