Connecting You with the Truth

জাতীয় যুব সংসদের চতুর্দশ অধিবেশন: নানা বিষয়ে বিতর্ক

এম.আর.মিলন (স্টাফ করেসপন্ডেন্ট)

মানুষের জন্য ফাউন্ডেশন এর সহায়তায় যুব সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপম্যান্ট ফাউন্ডেশন এর উদ্যোগে জাতীয় যুব সংসদ এর চতুর্দশ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১জুন) সারা দিনব্যাপী চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ আয়োজনে জলবায়ু পরিবর্তন, স্মার্ট বাংলাদেশ পলিসি, জাতীয় যুব নীতির পর্যালোচনা, আইসিটি, জাতীয় বাজেট, মানবাধিকার, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন সেশনে সংসদীয় বিতর্কে অংশ নেন সারাদেশ থেকে আগত যুব সাংসদরা।

ধ্রুবতারার প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় যুব কাউন্সিল সদস্য অমিয় প্রাপণ চক্র বর্ত্তী স্পীকার হিসেবে যুব সংসদের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এছাড়া উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক এম এ আখের, সংসদ সদস্য মো: মহিউদ্দিন বাচ্চু, দেলোয়ারা ইউসুফ, শামীমা হারুন, ভারতীয় সহকারী হাই- কমিশনার ডা: রাজীব রঞ্জন, ডাঃ বিদ্যুৎ বড়ুয়া, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ওমর হাজ্জাজ, সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ আরো অনেকে। আয়োজনে সম্মাননা দেওয়া হয় সম্প্রতি এভারেস্ট বিজয়ী ডা: বাবর আলী, ব্যবসায়ী এস.এম. আবু তৈয়বকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Comments
Loading...