Connecting You with the Truth

মান্দার চক কুশুম্বা শাপলা সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Manda Football K Picture-01 29.08.2016মান্দা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর মান্দায় চক কুশুম্বা শাপলা সংঘের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় হাবিবুর রহমানের ইটভাটা সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কুশুম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নওফেল আলী মন্ডল। স্বাগত বক্তব্য রাখেন সংঘের সভাপতি রমেজ উদ্দিন সরদার। বিশেষ অতিথি ছিলেন মান্দা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন আল রশীদ হীরা, ইউপি সদস্য শাহিনুর ইসলাম শাহিন, মনির উদ্দিন, শিক্ষক (অব.) মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুশুম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক বাবুল রেজা, সহ-সভাপতি আবুল হোসেন, সেনা সদস্য আরমান হোসেন প্রমূখ। উদ্বোধনী খেলায় নওগাঁর পোরশা মহাডাঙ্গা ফুটবল ক্লাব ৭-১ গোলে বিলকরিল্যা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায়পোরশা মহাডাঙ্গা ফুটবল ক্লাবের পক্ষে সুমন হ্যাট্রিকসহ ৪টি গোল করে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন। অপর ৩টি গোলের মধ্যে কাওছার ২ ও হাফিজ ১ গোল করেন। পরাজিত দলের পক্ষে এক মাত্র গোলটি করেন তুহিন। খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করছে।

Comments
Loading...