মান্নাকে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের
ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এদিন, আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশীর উল্লাহ।
এর আগে গত ২১ মার্চ মান্নাকে কেন জামিন দেওয়া হবে না, এই মর্মে তিন সপ্তাহের রুল জারি করে আদালত। অসুস্থতা ও দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কারণ দেখিয়ে দুটি মামলায় মাহমুদুর রহমান মান্না জামিন আবেদন করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে মান্নাকে ধানমণ্ডি এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। এরপর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে দায়ের করা দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন।