Connecting You with the Truth

মার্কিন নির্বাচনে সাড়ে তিন কোটি টুইট পোস্ট

tuit
টুইটার যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইটের রেকর্ড হয়েছে। এবার নির্বাচনের দিন সাড়ে তিন কোটি টুইট পোস্ট করা হয়েছে, যা ২০১২ সালে নির্বাচনের দিন করা টুইটের রেকর্ড ভেঙেছে। ২০১২ সালে নির্বাচনের দিন ৩ কোটি ১০ লাখ টুইট করা হয়েছিল।

ইউএসএ টুডের খবরে জানানো হয়, বাংলাদেশের সময় আজ বুধবার সকাল সাতটা পর্যন্ত সাড়ে তিন কোটি টুইট টুইটারে পোস্ট করা হয়েছে বলে টুইটার দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান জ্যাকডো রিসার্চের প্রধান বিশ্লেষক জান ডউসন বলেন, প্রতিমুহূর্তে কী ঘটছে, তা জানার প্ল্যাটফর্ম হচ্ছে টুইটার। আর মানুষ যে বিষয়গুলোর সঙ্গে বেশি যুক্ত থাকে, ফেসবুক তা তুলে ধরে।

টুইটারে অনুসারী সংখ্যার দিক থেকে হিলারির চেয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের অনুসারী ১ কোটি ৩১ লাখ আর হিলারির অনুসারী ১ কোটি ৪ লাখ।

চলতি বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর মাসের তথ্য অনুযায়ী, ৩১ কোটি ৭০ লাখ মানুষ প্রতি মাসে সক্রিয়ভাবে টুইটার ব্যবহার করছেন। তথ্যসূত্র: আইএএনএস।

Leave A Reply

Your email address will not be published.