Connecting You with the Truth

মার্কিন বিমানবাহী রণতরীর পিছু লেগেছে চীনা নৌবহর

chinআন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমানবাহী জাহাজসহ রণতরীর একটি বহর দক্ষিণ চীন সাগরে টহল দিচ্ছে। এদিকে চীনা নৌবাহিনী তাদের পিছু ঘুরছে এবং তাদের ওপর নজর রাখছে বলে জানা গেছে।
মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বিমানবাহী জাহাজ ইউএসএস স্টেনিন্স, ক্ষেপণাস্ত্রবাহী ২টি রণতরী এবং একটি সরবরাহ জাহাজ রয়েছে। গত মঙ্গলবার থেকে দক্ষিণ চীন সাগরের পূর্বাঞ্চলে এ নৌবহর টহল দিচ্ছে। ফিলিপাইন এবং তাইওয়ানের মধ্যে অবস্থিত লুজোন প্রণালী দিয়ে এ বহর দক্ষিণ চীন সাগরে ঢুকেছে।
এ দিকে নৌবহরের কাছাকাছি এলাকায়ই চীনা নৌবহর টহল দিচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, মার্কিন নৌবহরের কাছাকাছি এলাকায় চীনা নৌবহরের তৎপরতা বেড়েছে। মার্কিন বিমানবাহী রণতরীর কমান্ডার ক্যাপ্টেন গ্রিফ হফম্যান বলেছেন, অতীতে মার্কিন নৌবহরের এতো কাছাকাছি চীনা নৌবহরের তৎপরতা দেখা যায় নি।
অবশ্য মার্কিন এবং চীনা নৌবহরের মধ্যে কোনো সমস্যা এখনো দেখা যায়নি। পরস্পরের সঙ্গে পেশাদারি যোগাযোগও বজায় রয়েছে বলেও জানান তিনি। অবশ্য মার্কিন নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে বিমানবাহী রণতরী মোতায়েনকে তাদের ভাষায়, রুটিন তৎপরতা হিসেবে উল্লেখ করেছে। সূত্র: এপি।

Comments
Loading...