মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয়ার হুমকি কিমের
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেয়ার হুমকি দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর আগে শত্রুদের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরি রাখা এবং যে কোনো সময় হামলা চালানোর জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন এই নেতা।
খবরে বলা হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী পদক্ষেপ রুখতে প্রয়োজনে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। শুধু তাই নয় তারা যুক্তরাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেবে। কেসিএনএ নিউজ।
যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড ছাড়াও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় যেসব অঞ্চলে তৎপর যুক্তরাষ্ট্র সেখানেও এই হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কিম বলেন, আমরা চাইলেই শত্রুপক্ষকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারি, নিশ্চিহ্ন করে দিতে পারি। সেই ক্ষমতা আমাদের আছে। আমাদের হামলায় কয়েক মুহূর্তের মধ্যেই ছাই হয়ে সাগরে মিশে যাবে মার্কিন ভূখণ্ড।
আমেরিকার সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার ওপর ক্ষিপ্ত হয়েই কিম এই হুমকি দিয়েছেন বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা।