মালিতে হামলায় ৫ শান্তিরক্ষী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: মালিতে সন্ত্রাসী হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর পাঁচ সদস্য নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের সবাই টোগোর নাগরিক। তারা একটি গাড়িতে করে মপতি এলাকা দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন। এতে গাড়িটিতে আগুন ধরে যায় এবং পরে সেটি একটি স্থলমাইনে ধাক্কা দিলে বিস্ফোরণ ঘটে।
এই হামলায় কেউ দায় স্বীকার করেনি। তবে এলাকাটি মেকিনা লিবারেশন ফ্রন্টের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গোষ্ঠীটিকে আল-কায়েদার ঘনিষ্ঠ হিসেবে ধারণা করা হয়। ২০১৩ সালে দেশটিতে উগ্রপন্থী ইসলামি গোষ্ঠী ও তুয়ারেগ যোদ্ধাদের বিদ্রোহ ঠেকাতে শান্তিরক্ষী মোতায়েন করা হয়।