মিছিলের প্রস্তুতিকালে নারায়ণগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার
হরতালের সমর্থনে নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে যানবাহন ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে। গত কাল সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ এম সার্কাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান। তিনি বলেন, হরতালের সমর্থনে কয়েকজন শ্রমিক নিয়ে ওই এলাকায় মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন কামাল। নগর বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতায় ইন্ধন দেওয়ার অভিযোগ রয়েছে জানিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জাকারিয়া বলেন, তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। ওসি মঞ্জুর কাদের বলেন, কামালের বিরুদ্ধে গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার আইনের মামলাসহ ৩/৪টি মামলা রয়েছে। যৌথবাহিনীর অভিযানে দলীয় নেতাকর্মীদের ‘হত্যা’ ও ‘নির্যাতনের’ অভিযোগ করে এর প্রতিবাদে গত কাল সকাল থেকে ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।