মিটফোর্ডে নকল ওষুধ তৈরি কারখানায় র্যাবের অভিযান
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিটফোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানির নাম ব্যবহার করে নকল ওষুধ তৈরি করা হচ্ছে। গতকাল সকালে মাজার এলাকার কাছে এ ধরনের কোম্পানির খোঁজ পেয়ে অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির নাম ব্যবহার করে নকল ওষুধ তৈরির তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে রাজধানীর মিটফোর্ড, বাবুবাজার এবং ইসলামপুর এলাকা থেকে ৩টি ভেজাল ওষুধ তৈরির কারখানা ও একটি গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশার নেতৃত্বে দুপুর ১২টা থেকে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে র্যাবের সদস্যরা আছেন। আনোয়ার পাশা বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযানটি পরিচালিত হয়েছে। সিলগালাকৃত কারখানাগুলো এসিআই, বেক্সিমকো এবং স্কয়ার গ্রুপের নামে নকল ওষুধ তৈরি করতো বলে জানিয়েছেন তিনি।
এ সময় ভেজাল এন্টিবায়োটিক তৈরি করার দায়ে রাসেল নামে এক ওষুধ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক রাসেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।