মিলবে হৃতিকের সঙ্গে ভয়ের পরে জয় অভিনয়ের সুযোগ
বিনোদন ডেস্ক:
বলিউড সুপারস্টার হৃতিক রোশনের ভক্তদের জন্য এক সুখবর। নিজের সঙ্গে ভক্তদের অভিনয় করার এক সুবর্ণ সুযোগ দিতে যাচ্ছেন এই অভিনেতা। আর এজন্য একটি প্রতিযোগীতার আয়োজন করা হবে সেখান থেকেই হৃতিক বাছাই করবেন সৌভাগ্যবান তিনজনকে। একটি কোমল পানীয় ব্রান্ড প্রতিষ্ঠান এমন কিছু মুখ খুঁজছে যারা ‘ভয়ের পরে জয়’ এমন কথায় বিশ্বাসী। হৃতিকের ‘ব্যাং ব্যাং’ ছবির প্রচারণার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করবে। যেখানে ‘মাউন্টেইন ডিউ হিরোস ওয়ান্টেড’ শিরোনামের একটি প্রচারণার মাধ্যমে তিনজনকে বাছাই করা হবে। সেই তিনজন হৃতিকের সঙ্গে একটি স্বল্প দৈর্ঘ্যের অ্যাকশন ছবিতে অভিনয়ের সুযোগ পাবে। এ প্রসঙ্গে হৃতিক জানিয়েছেন, ‘প্রতিটি মানুষের মাঝেই একজন হিরো থাকে। এজন্য তার আলাদা কোনো অলৌকিক শক্তির প্রযোজন নেই। শুধু নিজের ভয়কে দুর করে নিজের মধ্যকার হিরোর আÍপ্রকাশ ঘটাতে পারে। তাই এবার ডিউয়ের বোতল ওঠাও আর নিজের স্বপ্ন পূরণ কর।’ হৃতিকের সঙ্গে অভিনয়ের সুযোগ পেতে হলে প্রতিযোগীদের একটি করে মাউন্টেইন ডিউ কিনতে হবে। আর বোতলের লেবেলের নীচে লেখা কোডটি এসএমএস এর মাধ্যমে পাঠিয়ে দিতে হবে একটি নির্দিষ্ট নম্বরে। এই এসএমএস এর পক্রিয়া চলবে ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত। তবে ৩০ অক্টোবরের মধ্যেই জানা যাবে চূড়ান্ত প্রতিযোগির নাম।