Connecting You with the Truth

মিয়ানমারে এখনো রোহিঙ্গা গণহত্যা চলছে – জাতিসংঘ

জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসমান জানিয়েছেন, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারীরা।

মারজুকি জানান, বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে নৃশংস নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে গেছে কয়েক লাখ রোহিঙ্গা। জীবন বাঁচাতে এখনো বাংলাদেশে ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা শরণার্থী।

তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনো রোহিঙ্গা নিধন করা হচ্ছে। নির্যাতন ও গণহত্যা অব্যাহত থাকায় বাংলাদেশে রোহিঙ্গা প্রবেশ এখনো চলছে।

এদিকে, জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত হাউ দো সুয়ান ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে ‘ত্রুটিপূর্ণ, পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্যমূলক’ বলে অভিহিত করেছেন।

Comments
Loading...