Connecting You with the Truth

মিয়ানমার থেকে ফিরছে আরো ১৫৯ বাংলাদেশি

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীর মধ্যে কাল বৃহস্পতিবার ফিরছেন আরো ১৫৯ বাংলাদেশি।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হবে।

জানা গেছে, সম্প্রতি মিয়ানমার উপকূল থেকে ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে সেদেশের নৌবাহিনী সদস্যরা। এসব অভিবাসীদের যাচাই বাছাই করার পর ইতোপূর্বে ১৫৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। বাকিদের যাচাই-বাছাই করে ১৫৯ জন অভিবাসীকে ঘুমধুম সীমান্ত দিয়ে আগামীকাল ফেরত দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

 বাংলাদেশেরপত্র/এডি/এ
Comments
Loading...