মীর কাশেমের রিভিউ শুনানি ২৫ জুলাই
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর রিভিউ শুনানির জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি আজ মঙ্গলবার এই দিন ধার্য করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে মীর কাশেম আলীর দাখিলকৃত রিভিউ পিটিশনের শুনানির দিন ধার্যের জন্য আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
রবিবার আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাশেম আলী। ওই আবেদনে ১৪টি আইনগত যুক্তি তুলে ধরে তাকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন তিনি। ৮ মার্চ আপিল বিভাগ তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে।