Connecting You with the Truth

মুকুলে ভরে গেছে সালথার প্রতিটি আম গাছ

saltha mango picদীপক ম-ল সালথা (ফরিদপুর) সংবাদদাতা
মুকুলে ভরে ফরিদপুরের সালথার প্রতিটি আম গাছ। গতবারের তুলনায় এবার উপজেলার ৮টি ইউনিয়নের প্রতিটি গ্রামের প্রত্যেকটি আম গাছে ব্যাপক হারে মুকুল দেখা গেছে। যাবতীয় ফলের মধ্যে অন্যতম একটি সু-সাধু ফল আম। এ ছাড়া গ্রামাঞ্চলে মেয়ে-জামাই আদরের প্রাধান খাদ্য হিসেবে দুধের সাথে আম ব্যবহার করা হয়। যেকারণে অন্যান্য ফলের চেয়ে আমের জনপ্রিয়তা গ্রামের মানুষের কাছে অনেক বেশি। তাই এখানকার মানুষ আম গাছ লাগানোর ক্ষেত্রে অলসতা করেন না। নিজেদের প্রয়োজন মিটাতে ব্যাপক আমের চারা লাগান তারা। গাছ লাগানোর পর যতœও নেন বেশি।

উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের রুস্তম শেখ বলেন, আমার বেশকিছু আমের গাছ রয়েছে। এবার গাছে যে পরিমান মুকুল দেখা যাচ্ছে তাতে আবহাওয়া যদি অনুকুলে থাকে তাহলে আমের ভাল ফলন হবে।

উপজেলা কৃষি অফিসার মোহাম্মাদ বিন ইয়ামিন বলেন, গতবারের তুলনায় এবার আম গাছে বেশি পরিমান মুকুল এসেছে। আমের মুকুল ভাল রাখার জন্য গাছের মালিকদের ছত্রাকনাশক নোইন পাউডার ও কিটনাশক ঔষধ ¯েপ্র করে গাছে দেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। তারা যদি সঠিকভাবে মুকুলে ভরা গাছগুলোর যতœ নেয় তাহলে ভাল ফলন হবে বলে আশা করি।

Comments
Loading...