Connecting You with the Truth

মুক্তি পাচ্ছে ‘পদ্মাবৎ’ ২৫ জানুয়ারি

মুক্তি পাচ্ছে 'পদ্মাবৎ' ২৫ জানুয়ারি
মুক্তি পাচ্ছে ‘পদ্মাবৎ’ ২৫ জানুয়ারি

বিনোদন ডেস্ক: আগামী ২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা সঞ্জয় লীলা বনশালির বহুল আলোচিত ছবি ‘পদ্মাবৎ’। ‘পদ্মাবতী’ থেকে নাম বদল, ‘ঘুমর’ গানের দৃশ্য বদল এবং আরও কিছু বিষয়ে পরিবর্তনের পরেই পাওয়া গেল সেন্সর বোর্ডের ছাড়পত্র।

সেন্সর বোর্ডের প্যানেল ছবিটিতে যে সংশোধনের পরামর্শ দিয়েছিল, সেটা করার পর ফাইনাল প্রিন্ট দেখানো হয়। এরপরেই মিলল সার্টিফিকেট। ছবিটি মুক্তি পেতে চলেছে এ মাসের ২৫ তারিখ। একই দিনে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের ছবি প্যাডম্যান। ফলে বক্স অফিসে দু’টি ছবির টক্কর হতে চলেছে।

গত ২৮ ডিসেম্বর ‘পদ্মাবতী’র প্রযোজকদের সঙ্গে বৈঠকে বসে সেন্সর বোর্ডের রিভিউ কমিটি ও ইতিহাসবিদদের নিয়ে তৈরি বিশেষ প্যানেল। ছবিটির নাম বদল সহ পাঁচটি বিষয়ে পরিবর্তন করতে বলা হয়। সেইসঙ্গে দর্শকদের জানাতে বলা হয়, নির্মাতারা ইতিহাসের সত্যি ঘটনা নিয়ে ছবিটি তৈরি করেননি এবং এই ছবির মাধ্যমে সতীদাহ প্রথা ও জহরব্রতকে গৌরবান্বিত করা হয়নি। সব শর্ত মেনে নেওয়ার পরেই মুক্তি পাচ্ছে ‘পদ্মাবৎ’।

শ্রী রাজপুত করণী সেনা অবশ্য এখনও বনশালির এই ছবির মুক্তি আটকে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। শুক্রবারই এই কট্টরপন্থী সংগঠনের সভাপতি সুখদেব সিংহ গোগামেদি হুঁশিয়ারি দিয়েছেন, ছবিটি মুক্তি পেলে তার যে ফল হবে, সেটার জন্য দায়ী থাকবে সেন্সর বোর্ড ও বিজেপি সরকার।

Comments
Loading...