Connecting You with the Truth

মুক্তি পাচ্ছে বিতর্কিত ছবি ‘মেসেঞ্জার অফ গড’

বিনোদন ডেস্ক:03-mssgd
সমস্ত বাঁধা কাটিয়ে ভারতে মুক্তি পেতে চলেছে বিতর্কিত সিনেমা ‘মেসেঞ্জার অফ গড’। ১৩ই ফেব্র“য়ারি প্রেক্ষাগৃহে আসতে চলেছে ‘এমএসজি-মেসেঞ্জার অফ গড’। এমনটা দাবি করেছেন ছবির অন্যতম চরিত্র ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং। ১৮ই জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু ধর্মের বেড়াজালে আটকে পড়ে ছবিটি। মেসেঞ্জার অফ গড ছবিতে অভিনয় করেছেন ডেরা সাচা সওদা প্রধান গুরমীত রাম রহিম সিংহ। আর তাকে ঘিরেই যত বিপত্তি। ছবিটিতে রাম রহিমকে কার্যত ঈশ্বরের দূত হিসেবে দেখানো হয়েছে। আর এই নিয়েই শিখদের মধ্যে অসন্তোষ। দীর্ঘদিন ধরেই ডেরা ও শিখ সমর্থকদের মধ্যে সম্পর্ক ভালো নয়। এর আগে বহুবার দু তরফের মধ্যে সংঘর্ষ বেধেছে। ২০০৭ সালে শিখ গুরু গোবিন্দ সিংহের মতো পোশাক পরিহিত গুরমীত রাম রহিম সিংহের একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে দুদলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। তাই ছবিটি মুক্তি পেলে পাঞ্জাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে বলে আগেই পাঞ্জাব সরকার ‘এমএসজি-মেসেঞ্জার অফ গড’ ছবিটির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তাছাড়া সেন্সরবোর্ডের এক্সামিনিং কমিটিও এমসিজিকে ছাড়পত্র দেয়নি। কিন্তু গত কাল মঙ্গলবার রাম রহিম জানিয়েছেন, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। মেসেঞ্জার অফ গড সেন্সর থেকে পাশ হয়ে গেছে। শুধু মনোনয়ন পত্র হাতে আসতে দেরি। তবে ১৩ ফেব্র“য়ারি আমার ছবি মুক্তি পাচ্ছে সিনেমা হলে।

Comments
Loading...