Connecting You with the Truth

মুক্তি পেলেন পুতিন সমালোচক নাভানলি

0061আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের সামালোচক আলেক্সি নাভানলি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ১৫ দিন কারাভোগের পর শুক্রবার তাকে মুক্তি দেয়া হয়। সরকারবিরোধী র‌্যালির লিফলেট বিলি করার অভিযোগে তাকে আটক করা হয়েছিল। রাশিয়ার অপর বিরোধী দলীয় নেতা বরিস নেমতসভ গত শুক্রবার আতাতায়ীর গুলিতে নিহত হওয়ার পর নাভানলিকে মুক্তি দেয়া হলো। নেমতসভ ও নাভানলি দুজনই পুতিন সমালোচক হিসেবে পরিচিত। গত ১ মার্চ র‌্যালি করকে লিফলেট বিলি করেছিলেন নাভানলি। নাভানলি ওই সময় জানিয়েছিলেন, রাজনৈতিক উদ্দেশ্য তাকে আটক করা হয়েছে। শুক্রবার জেল থেকে মুক্তি পাওয়ার পর নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নাভানলি। তিনি বলেন, আমাদের কাজে কোনো পরিবর্তন আসবে না, ‘আমরা আমাদের প্রত্যয় থেকে সরে আসবো না, আমরা পিছনে ফিরে যাব না।’ তিনি বলেন, ‘আমি ভীত নই, আমি নিশ্চিত আমার সহকর্মীরাও ভীত নন।’

Comments
Loading...