মুখ খুললেন আনুশকা শর্মা
বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা তার অভিনয় প্রতিভা দিয়ে ইতোমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন। আর অনেকদিন ধরেই এই অভিনেত্রীকে নিয়ে কানাঘুষা চলছিল তিনি ভারতের ক্রিকেটার ভিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। এতদিন কিছু না বললেও অবশেষে মুখ খুললেন আনুশকা শর্মা। আনুশকা শর্মা ক্রিকেটার ভিরাট কোহলির সঙ্গে প্রেমের সম্পর্ক স্বীকার করে জানান, ভিরাটের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, তিনি এ ব্যাপারে কোনো কথা বলতে চাননি কারণ তাদের জানা নেই তাদের এই সম্পর্কের সীমানা কোথায়। আর তা ছাড়া সম্পর্কের কথা স্বীকার করার পর যদি কেউ বারবার এ বিষয়ে প্রশ্ন করতে থাকে তা হবে চরম বিরক্তিকর। আনুশকা বরাবরই তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা অপছন্দ করেন। তবে তিনি এও স্বীকার করেন, তিনি কখনোই অস্বীকার করেন নি ভিরাটের সঙ্গে তার ডেট করা বিষয়ে। তবে যাইহোক না কেন, অবশেষে স্বীকার তো করলেনই ‘পিকে’ অভিনীত এই অভিনেত্রী। উল্লেখ্য, আনুশকা শর্মা বর্তমানে ‘এনএইচটেন’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।