Connecting You with the Truth

মুন্সিগঞ্জের আটপারায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

img_9257মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপারা ইউনিয়নের উদ্দ্যোগে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) আবু বকর সিদ্দিকুর রহমান ,সহকারী পুলি সুপার শ্রীনগর সার্কেল সামসুজ্জামান বাবু, আটপারা ইউনিয়ানের চেয়ারম্যান আইয়ুব আলী খান আটপারা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি বিল্লাল হোসনে, সভাপতিত্ব করেন সাইদুর রহমান । এতে বক্তরা আটপারা ইউনিয়কে মাদ্যক,বাল্য বিবাহ, সস্ত্রাস দমন করতে হবে। আটপারা ইউনিয়নের পাচঁ শত লোক উপস্থিত ছিলে।

Comments
Loading...