Connecting You with the Truth

মুন্সীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহারের দাফন সম্পন্ন

Snapshot - 33

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় মুন্সীগঞ্জের সিরাজদিখানের পশ্চিম শিয়ালদি গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ বাহারের (৭০) মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। গত ৩১ জানুয়ারি রবিবার সিরাজদিখান থেকে যাত্রীবাহি বাসে ঢাকা যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পরে জ্ঞান হারান। ৭ দিন মিটপোর্ড হাসপাতালে চিকিৎসাধিন থাকার পর গতকাল শনিবার বেলা সারে ১১টায় হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নউলাইহে রাজেউন)। সে জেলা আ’লীগের উপদেষ্টা ও ইছাপুরা ইউনিয়নের সাবেক চেযারম্যান ছিলেন। আজ রবিবার বেলা ৪ টায় উপজেলার আল মোস্তফাগঞ্জ মাদ্রাসার মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে শিয়ালদি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরণ, উপজেলা নির্বাহী অফিসার রওনক আফরোজা সুমা, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, সিরাজদিখা থানা আ’লীগ এস,এম সোহরাব হোসেন, সিরাজদিখান রশুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল হোসেন সহ জেলা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সিরাজদিখান থানা ওসি (তদন্ত) জিল্লুর রহমান জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পরে আহত হয়ে হাসপাতালে ছিলেন, তবে কিভাবে তার মৃত্যু হয় সেটা এখন বলা যাচ্ছে না। ময়না তদন্ত করা হয়েছে। রিপোট পেলে বিস্তারিত বলা যাবে।

Comments
Loading...