মুন্সীগঞ্জে ৫৭ পিছ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ ৫৭ পিছ সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ। রবিবার রাত সাড়ে ১০ টার সময় মুন্সীগঞ্জ থানাধীন দক্ষিণ ইসলামপুর -খাল ইষ্ট মোড় থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি মুন্সীগঞ্জ থানার দক্ষিন ইসলামপুর গ্রামের মোবারক বেপারির ছেলে ইব্রাহীম বেপারি (ধোরা ইব্রা) ৩৫।
পুলিশ জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুব্রত দেবনাথ এর নেতৃত্তে সঙ্গিয় ফোর্স সহ তাকে আটক করতে সক্ষম হই। তার শরির তল্লাসি করে ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। সে দির্ঘদীন যাবৎ মাদক ব্যাবসা করে আসছে। মুন্সীগঞ্জ ডিবি পুলিশের এস আই সুব্রত জানান, আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।