মুন্সীগঞ্জ- মুক্তারপুরের ২ কি.মি. সড়ক নির্মাণ কাজ উদ্বোধন
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ হেডকোয়ার্টার থেকে মুক্তারপুর আর এইচ ডি ( বিসিক ফিল্ড) পর্যন্ত ২ কিলোমিটার সড়ক ৩ কোটি ৯১ লক্ষ টাকা ব্যয় পুনঃ নির্মাণ কাজ শেষে যানচলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় শহরের উপকন্ঠ পেট্রোল পাম্প মোড়ে এক অনুষ্ঠানর মধ্যে দিয়ে সড়কটিতে যানচলাচলের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডঃ মৃণাল কান্তি দাস। এর আগে মুন্সীগঞ্জ শহরে প্রবেশের গুরুত্বপূন্য এ সড়কটি দীর্ঘ ৩ বছর যাবত বেহাল দসায় পরেছিল । তাই গনমানুষের দাবীর পেক্ষিতে রাস্তাটির পুনঃ নির্মাণ সম্পূর্ণ শেষে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে সড়কটিতে যানচলাচল শুরু করে।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তত্ত¡াবধানে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূন্য এ সড়কটি পুনঃ নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। দীর্ঘদিন পরে সড়কটি সচল হওয়ামুন্সীগঞ্জ বাসীর মধ্যে অনেকটাই স্বস্থিফিরে এসেছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান , উপজেলা নির্বাহী প্রকৌশলী এস কে আরিফুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি অ্যাড. গোলাম মাওলা তপন, মুন্সীগঞ্জ পৌর কাউন্সিলর হাজী জাকির হোসেন,যুবলীগ নেতা আবুবক্কর মিথুন,জেলা পরিষদ সদস্য আরিফুল ইসলাম আরিফ,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল,জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি আল-মাহমুদ বাবু জেলা ছাত্রলীগের যুগ্ন- সাধারন সম্পাদক আপন দাস,জেলা শ্রমিকলীগ শিল্পাঞ্চল শাখার সভাপতি আবুল কাশেমসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।