Connecting You with the Truth

মুফতি কাজী ইব্রাহীম আটক

নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন বক্তব্য প্রচারের দায়ে মুফতি কাজী ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার দিবাগত রাত দুইটার পর ডিবির একটি বিশেষ দল মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে ইব্রাহীমকে আটক করে। তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন বক্তব্য দেওয়ার অভিযোগ আছে। সেগুলো যাচাই করতে আমার তাকে জিজ্ঞাসাবাদ করছি।

এর আগে, সোমবার (২৭ সেপ্টেম্বর) রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে ‘র’ এর এজেন্ট, গুণ্ডা ডিবি পুলিশ তার বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি ইব্রাহীম।

উল্লেখ্য, মুফতি ইব্রাহীমের বক্তব্যের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন।

Comments
Loading...