মুম্বাই হামলার আসামি ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর
ভারতের মুম্বাই শহরের ১৯৯৩ সালের মার্চের বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসী হামলার দায়ে অভিযুক্ত আসামি ইয়াকুব মেমনের ফাঁসি কার্যকর করেছে ভারত।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মহারাষ্ট্রের নাগপুর কেন্দ্রীয় কারাগারে ৫৩ বছর বয়সী ইয়াকুবের ফাঁসি কার্যকর করা হয়। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ইয়াকুব মেমনের ক্ষমা প্রার্থনা নামঞ্জুর করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তারও আগে ফাঁসির আদেশ বহাল রেখেছিলেন সুপ্রিম কোর্ট। বাবরি মসজিদ ধ্বংসের বদলায় ১৯৯৩ সালে পরপর বিস্ফোরণে তৎকালীন বোম্বে (বর্তমান মুম্বাই) শহরে ২৫৭ জন নিহত হয়। ওই ঘটনায় আহত হয়েছিল ৭০০ জন।
শেয়ার বাজার, একটি জনপ্রিয় সিনেমা হল ও দুইটি মার্কেটে সিরিজ বোমা হামলা করা হয়েছিল।
বিবিসির খবরে বলা হয়েছে, এর কয়েক মাস আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গায় মুসলমানদের হত্যার প্রতিশোধ নিতেই ওই হামলা চালানো হয়। পুলিশের ধারণা, ইয়াকুবের ভাই টাইগার মেমন এবং মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ওই হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। তারা এখন পাকিস্তানে পলাতক আছেন বলে জনশ্রুতি আছে।
নিজেকে নির্দোষ প্রমাণ করতে ১৯৯৪ সালে পাকিস্তান থেকে ভারতে ফিরে আসেন ইয়াকুব। এর কয়েকদিন পরই তাকে আটক করা হয়েছিল।