মুম্বাই হামলার হোতা লাকভির মুক্তি
পাকিস্তানের জেল থেকে জামিনে মুক্তি পেয়েছেন ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে হামলার অন্যতম অভিযুক্ত জাকিউর রহমান লাকভি। শুক্রবার সকালে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছেন রাওয়ালপিন্ডির কারা কর্মকর্তারা। তার মুক্তিকে ‘দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। আদালত ডিসেম্বরেই লাকভির জামিন মঞ্জুর করে। কিন্তু বিশেষ অধ্যাদেশের আওতায় তাকে আটক রাখা হয়েছিল। ভারতের মুম্বাইয়ে ২০০৮ সালের নভেম্বরে সন্ত্রাসী হামলায় জড়িত ৭ জনের মধ্যে লাকভি অন্যতম। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। হামলার জন্য দায়ী করা হয় পাকিস্তানের লস্কর-ই-তৈয়বা জঙ্গি গোষ্ঠীকে। লাকভি এ দলের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ আছে। ভারতের কর্মকর্তারা ২৬/১১ মুম্বাই হামলার দাগী আসামি হিসাবে লাকভির নাম বলার পর ২০০৮ সালের ৭ ডিসেম্বরে তাকে আটক করেছিল পাকিস্তান।