মূখ্যমন্ত্রীর উপহার সানিয়াকে ১ কোটি টাকার চেক
স্পোর্টস ডেস্ক:
কিছুদিন আগে নিজের দেশপ্রেম নিয়ে কটাক্ষ শুনে কেঁদে ফেলেছিলেন সানিয়া মির্জা। বর শোয়েব মালিক পাকিস্তানের হওয়ায় নিন্দুকেরা তাকে নিয়ে এমন মন্তব্য করেন বলে আক্ষেপ ঝরে ভারতীয় টেনিস সুন্দরীর কণ্ঠে। সানিয়া যে সবসময়ই ভারতের জন্যই মনপ্রাণ উজার করে টেনিস কোর্টে ঝাঁপান সেটা তিনি বারবারই বলে এসেছেন। এবার যুক্তরাষ্ট্র ওপেনের মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়ে এই টেনিস সেনসেশন ভারতীয়দের জন্য বয়ে আনলেন গর্ব। সানিয়ার এমন অর্জনে সবচেয়ে বেশি খুশি তার রাজ্য তেলেঙ্গানা সরকার। খুশি হয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্র শেখর রাও সানিয়াকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তার হাতে তুলে দেন ১ কোটি টাকার চেক। যুক্তরাষ্ট্র ওপেনে অংশ নেওয়ার আগে প্রস্তুতির জন্য তেলেঙ্গানার ব্রাড অ্যাম্বেসেডর সানিয়াকে ১ কোটি টাকা দিয়েছিল রাজ্য সরকার। সরকারের এই আন্তরিকতায় অভিভূত সানিয়া বলেন, ‘তেলেঙ্গানাকে বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করে তোলার জন্য আমরা সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছি। আমার সাফল্যর স্বীকৃতি দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ।’