মেঘনায় ট্যাংকারের ধাক্কায় ক্লিংকারবাহী জাহাজডুবি
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে মেঘনা নদীতে তেলবাহী একটি ট্যাংকারের ধাক্কায় ১৩০০ টন সিমেন্ট ক্লিংকার নিয়ে ডুবে গেছে একটি জাহাজ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে পুরানবাজার হরিসভা এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ঘটনার পর ‘এমভি হেকমত’ নামের ট্যাংকারটি আটক করেছে নৌ-পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, এমভি হেকমত পেছন থেকে ধাক্কা দিলে ক্লিংকার বোঝাই এমভি চিতলমারি ডুবে যায়। জাহাজটির ১২ কর্মী স্থানীয়দের সহায়তায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এমভি হেকমত ঘোড়াশাল এবং এমভি চিতলমারি ঢাকার দিকে যাচ্ছিল বলে জাহিদুল ইসলাম জানান। ডুবে যাওয়া জাহাজের খোঁজে কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস কর্মীরা নদীতে তল্লাশি চালাচ্ছেন।