Connecting You with the Truth

মেঘনায় ট্রলার ডুবে ৩ জেলের মৃত্যু

নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ায় শনিবার সকালে একটি মাছ ধরার ট্রলার মেঘনা নদীতে ডুবে তিন জেলের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, জামাল উদ্দিন (৩৫), আবদুল মতিন (২২) ও রাকিব উদ্দিন (১৫)। জামাল উদ্দিন ও আবদুল মতিনের বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূণ্যের চর গ্রামে। রাবিক উদ্দিনের বাড়ি একই ইউনিয়নের রেহানিয়া গ্রামে।
স্থানীয় জেলেরা জানান, ভোর সাড়ে তিনটার দিকে বুড়িরচরের সফিকুল আলম মাঝির একটি মাছ ধরা ট্রলার নিয়ে ১০ জেলে বুড়িরদোনা খাল থেকে মেঘনা নদীতে রওনা হন। আনুমানিক ভোর পাঁচটার দিকে ট্রলারটি নদীতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় নদীতে থাকা অন্য জেলেরা সাতজনকে জীবিত উদ্ধার করে। দুপুর ১২টার দিকে জামাল উদ্দিন এবং পরে আবদুল মতিন ও রাকিব উদ্দিনের লাশ উদ্ধার করা হয়।

হাতিয়া থানার ওসি মো. নূরুল হুদা এই খবর নিশ্চিত করেছেন।

Comments
Loading...