মেডিকেল ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে রিট শুনানি বুধবার
২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের করা রিটের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুুপুর ১২টার মধ্যে এই শুনানি অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী সারাহ।
তিনি বলেন, আজ হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ রিটের শুনানি হওয়ার কথা ছিল। তবে সেটি হয়নি। আগামীকাল বুধবার এই শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে আগামী ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস এবং ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।