Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মেসি আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে

মেসি আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে
মেসি আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে

বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতি হিসেবে ইতালির বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টাইন জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন। দলটি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটিতে ঘাঁটি গেড়েছে। প্রিমিয়ার লিগের শীর্ষ পয়েন্টধারী ম্যানচেস্টার সিটির ফুটবল একাডেমিতে অনুশীলন শুরু করা আর্জেন্টিনা আগামী শুক্রবার প্রস্তুতিমূলক একটি প্রদর্শনী ম্যাচ খেলবে ইস্টল্যান্ডে।

গতকাল মঙ্গলবার বার্সেলোনা তারকা আর্জেন্টাইন স্কোয়াডভুক্ত সতীর্থদের সঙ্গে যুক্ত হন। এদিন বিকেলে দলটি মিডিয়ার সামনে উন্মুক্ত অনুশীলনে অংশ নেন। এ সময় সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরো দলের সঙ্গে উপস্থিত থাকলেও তিনি অনুশীলন করেননি। হাঁটুর ইনজুরির কারণে তিনি সাইডলাইনেই বসে ছিলেন।

দলীয় অনুশীলনে যোগ দেয়া উল্লেখযোগ্য আর্জেন্টাইন তারকাদের মধ্যে ছিলেন সিটির আরেক ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি, গঞ্জালো হিগুইন, এ্যাঞ্জেল ডি মারিয়া, জাভিয়ার মাসচেরানো এবং মার্কোস রোহো।

Leave A Reply

Your email address will not be published.