Connecting You with the Truth

মেসি-রোনালদোর বিপক্ষে আর্জেন্টিনার কিংবদন্তি ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক:s-3
এবারের ব্যালন ডি’অর কার হাতে উঠবে তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে, আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা জানিয়েছেন, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ম্যানুয়েল ন্যুয়ারের হাতেই ব্যালন ডি’অর মানাবে। এর আগে অনেক তারকা ফুটবলারই ব্যালন ডি’অর ইস্যুতে তাদের মতামত জানিয়েছিলেন। সবকিছু মিলিয়ে রোনলদোকে ফেভারিট ভাবা হচ্ছে। কিন্তু, সে পথে হাঁটেননি ম্যারাডোনা। তার মতে, মেসি এবং রোনালদো কেউই ব্যালন ডি’অর পাওয়ার মতো কিছু করতে পারেনি। এক্ষেত্রে জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী ন্যুয়ারকে এ পুরস্কার দেওয়া উচিত। ম্যারাডোনা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মনে করি, এবারের ব্যালন ডি’অরের জন্য ন্যুয়ারই যোগ্য। তার হাতেই এটি মানাবে। গত বছর মেসি-রোনালদোর তুলনায় ন্যুয়ারই এগিয়ে ছিল। তারা দু’জন বিশ্বকাপ মিশনে ব্যর্থ হয়েছে। এটিই ন্যুয়ারে সঙ্গে তাদের পার্থক্য গড়ে দিবে।’ তিনি আরো বলেন, ‘ব্যালন ডি’অর জয়ের জন্য যতটুকু করা দরকার তার সবটাই করেছে ন্যুয়ার। ১৯৬৩ সালে লেভ ইয়াশিন সেরা ফুটবলার হয়েছিল। আশা করছি, গোলকিপার হিসেবে ন্যুয়ার প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতবে।’ উল্লেখ্য, আগামী ১২ই জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে ফিফা ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে।

Comments
Loading...