Connecting You with the Truth

মেসি হবেন না লাভেজ্জির!

s-7
স্পোর্টস ডেস্ক:
তারকা হওয়ার জ্বালাটা একেবারে অজানা নয় এজকুয়েল লাভেজ্জির। তাই স্বদেশি ফুটবলার লিওনেল মেসির ন্যায় পোস্টারবয় হওয়ার আগ্রহ নেই প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) আর্জেন্টাইন ফুটবলারের। চারবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। গোটা বিশ্ব জুড়েই অসংখ্য ভক্ত তার। বার্সেলোনা আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবেও ভেবে থাকেন অনেকে। ঠিক এই কারণে সবসময় লাইট-ক্যামেরার আগ্রহের কেন্দ্রে থাকেন এমএলটেন। এ অবস্থায় লাভেজ্জিরও কী মেসির মতো হওয়ার ইচ্ছা জাগে না? এর উত্তরে পিএসজির ৩০ বছর বয়সী ফুটবলার বলছেন- না, মেসির মতো হতে চাই না আমি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেয়া এক সাক্ষাৎকারে লাভেজ্জি বলেন, ‘সবসময় অন্যরা যখন আপনাকে আগ্রহের কেন্দ্রে রাখবে তখন জীবন খুব সহজ থাকে না। সেজন্য মেসির মতো হওয়ার স্বপ্ন দেখি না আমি। নিজেকে আড়ালেই রাখতে চাই।’

Comments
Loading...