Connecting You with the Truth

মেহজাবিনের অভিনয়ের পরিধি সমাপ্ত!

b-5b
বিনোদন ডেস্ক:
আর দশজন তারকার মতই চলচ্চিত্রের নায়িকা হবার স্বপ্ন নিয়েই বিনোদন জগতে পা রাখেন প্রিয়দর্শিনী অভিনেত্রীর মেহজাবিন চৌধুরী। তবে মডলিং এবং নাটকে তাকে নিয়মিত দেখা গেলেও চলচ্চিত্রে তিনি অনিয়মিত। তবে কি ধীরে ধীরে এই রূপসী অভিনেত্রীর ক্যারিয়ারের পরিধি সংক্ষিপ্ত হয়ে আসছে । চিত্রনায়িকা হওয়ার বাসনা নিয়েই মিডিয়া জগতে পদার্পণ করেছিলেন লাক্সতারকা মেহজাবিন চৌধুরী। তারই ধারাবাহিকতায় বছর দুয়েক আগে স্বপন আহমেদের ‘পরবাসিনী’ ছবিতে অভিনয়ের সুযোগ পান তিনি। ছবিটির শ্যুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তবে দীর্ঘদিন ধরে মুক্তি পাবে পাবে বলে পাচ্ছে না। এদিকে মাস কয়েক আগে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মেহজাবিন। ‘ডুবোশহর’ শিরোনামের এ ছবিটি পরিচালনা করছেন মোস্তফা সরয়ার ফারুকী। কয়েক মাস আগেই এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্মাতা এর শ্যুটিংয়ের তারিখ বারবার পিছিয়ে দিচ্ছেন। তাই চলচ্চিত্রের ওপর মেহজাবিনের এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে। অন্যদিকে দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করবেন না বলে মেহজাবিন আগেই ঘোষণা করেছেন। সে কারণে তার অভিনয় অঙ্গনটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে। বর্তমানে এ লাক্সকন্যা শুধু বিজ্ঞাপনচিত্র ও খণ্ড নাটক নিয়েই ব্যস্ত রয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছুদিন বাদেই কোরবানির ঈদ। এ উপলক্ষে বেশকিছু নাটকের প্রস্তাব পেয়েছি। মূলত এখন ঈদের কাজ নিয়েই আমি ব্যস্ত রয়েছি।’ ঈদ উপলক্ষে ইতোমধ্যেই মেহজাবিন বেলাল উদ্দিন শুভর নির্দেশনায় ‘বাইকম্যান’, মোহন খানের নির্দেশনায় ‘মেঘবালিকা’, আলী সুজনের ‘কেবিন নাম্বার ফোর্টি এইট’ নাটকের শ্যুটিং শেষ করেছেন। এছাড়া ওয়াহিদ আনামের নির্দেশনায় গতকাল তিনি ‘ভাবো’ নাটকের কাজ করেছেন। এনটিভিতে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন ওয়াহিদ আনাম নিজেই। নাটকটির গল্পে দেখা যাবে, মেঘলাকে (মেহজাবিন) তার এক সহপাঠী ভালোবাসে। কিন্তু মেঘলা তাকে ভালোবাসে না। একসময় মেঘলার পরিবার থেকে তাকে বিয়ে দেয়ার জন্য এক বিদেশ ফেরত ছেলেকে পছন্দ করে। এরপর শুরু হয় নানা নাটকীয়তা। এ প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘আমি কিছুটা বেছে বেছে কাজ করি। তবে এ নাটকের গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি, দর্শকেরও অনেক ভালো লাগবে।’ এতে আরো অভিনয় করেছেন, নাঈম, এলেন শুভ্র ও বাপ্পী আশরাফ। মেহজাবিন আরো জানান, ঈদ উপলক্ষে কয়েকটি ম্যাগাজিন অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তাব পেয়েছি। নাটকের পাশাপাশি সেগুলোতেও কাজ করব। খণ্ড নাটক নিয়ে ব্যস্ত থাকলেও সব মিলিয়ে দেখা যাচ্ছে মেহজাবিনের অভিনয়ের পরিধি ধীরে ধীরে কমে আসছে। এ অবস্থা থেকে নিজেকে উত্তরণ করতে না পারলে ভবিষ্যতে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যাবে।

Comments
Loading...