মেহেরপুরে হেযবুত তওহীদের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
মেহেরপুর প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকার সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষগুলো। অনাহারী মানুষের মুখে দু মুঠো খাবার তুলে দিতে স্বল্প পরিস্বরে সামান্য প্রয়াস পেয়েছে মেহেরপুর জেলা হেযবুত তওহীদ। রবিবার বিকেলে বামন্দি, নিশিপুর, বালিয়াঘাটের বেশ কিছু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা।
এসময় মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি আব্দুস সালাম বলেন, করোনা ভাইরাস একটি আন্তর্জাতিক সংকট। এই সংকট মোকাবেলায় প্রত্যেকটি মানুষকে এগিয়ে আসতে হবে। যার যতটুকো সামর্থ আছে তাই নিয়ে কর্মহীন ও দুস্থ মানুষের পাশে দাড়াতে হবে। বিপদে মানুষের পাশে দাড়ানোই মানুষের প্রকৃত ধর্ম।