Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মেহেরপুর প্রেসক্লাবে দৈনিক বজ্রশক্তির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেহেরপুর প্রতিনিধি: অন্যায়ের বিরুদ্ধে‘‘ বলিষ্ট কন্ঠস্বর’’এই প্রতিপাদ্য নিয়ে আজ থেকে চার বছর আগে যাত্রা শুরু করেছিল ঢাকা থেকে প্রকাশীত জাতীয় দৈনিক হিসেবে দৈনিক বজ্রশক্তি। একেএকে চারটি বছর পার করে ৫ম বর্ষে পদার্পন করলো আজ এ সংবাদপত্রটি। হাটি-হাটি পা-পা করে প্রকাশ শুরু হলেও দৈনিক বজ্রশক্তি আজ বাংলাদেশের প্রতিটি গ্রাম-শহর মহল্লার সব ধরণের পাঠকের মনে জায়গা করে নিয়েছে সত্যের পথযাত্রী এ সংবাদপত্রটি।

এ উপলক্ষে মঙ্গলবার সাড়ে ১১ টার সময় মেহেরপুর প্রেস ক্লাবে নানা আয়োজনে মধ্য দিয়ে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দৈনিক বজ্রশক্তি পরিবার। উক্ত অনুষ্টানে সভাপত্বিত করেন ডা: হেলাল উদ্দীন,। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি আলামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বজ্রশক্তি পত্রিকার সাব নিউজ এডিটর নিজামদ্দীন পত্রিকার সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন। মেহেরপুর প্রেস ক্লাবে উপদেষ্টা কামরুজ্জামান,আবু লায়ইচ জেলা প্রতিনিধি ইত্তেফাক বাংল ভিশন,চন্দন সময় টিভি,আখতার, রাশেদুল ইসলাম(রাশেদ),বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, জাহিদ মাহমুদ, দৈনিক আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি নুরুজ্জামন পাভেল।
কেক কেটে আনন্দো উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.