Connecting You with the Truth

মোটর সাইকেল চুরির সময় বাকলিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ গ্রেফতার ২

atok picচট্টগ্রাম প্রতিনিধি:
নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ সড়কের ঝিনুক ভবন থেকে মোটর সাইকেল চুরির সময় চট্টগ্রাম প্রিমিয়ায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক ছাত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম নিরব ও মো. শামীম মান্নানকে গ্রেফতার করা হয়। নোয়াখালী জেলার সেনবাগ থানার নন্দীরপাড় ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল হকের ছেলে নিরব। নগরীর রসুলবাগ আবাসিক এলাকার সি-ব্লকে বন্ধুদের সঙ্গে ব্যাচলর থাকতো সে।
পুলিশ জানিয়েছে, গত দুইমাসে ফেনী ও চট্টগ্রাম থেকে ৩টি মোটর সাইকেল চুরি করেছে নিরব ও শামীম।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, একমাস আগে ফেনী মহিপাল প্লাজা থেকে একটি টিভিএস মোটর সাইকেল চুরি করে তারা দু’জন। সেটি নিরবের এক বড় ভাইয়ের কাছে বিক্রি করে দেয়। দুই সপ্তাহ আগে নরগীর নিউমার্কেট এলাকা থেকে আরেকটি মোটর সাইকেল চুরি করে তারা। সেই মোটর সাইকেল নিয়ে বান্দরবানে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। এরপর মঙ্গলবার রাতে সৈয়দ শাহ সড়কের ঝিনুক ভবন থেকে মোটর সাইকেল চুরির সময় তাদের গ্রেফতার করা হয়। ওসি জানান, নিরব চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। রসুলবাগ আবাসিক এলাকার একটি বাসায় চার বন্ধু নিয়ে থাকতেন। ফেনীতে বড় ভাইয়ের বাসায় যাওয়ার সুবাদে শামীমের সঙ্গে নিরবের পরিচয় হয়ে জানিয়ে তিনি বলেন, শামীম ফেনীতে একটি মোবাইলের দোকানে চাকরি করতো। চট্টগ্রামে ভালো চাকরি দেওয়ার কথা বলে তাকে নিয়ে আসে। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি।

Comments
Loading...