মোদির পোশাক নিয়ে খোঁচা
আন্তর্জাতিক ডেস্ক:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোশাক নিয়ে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। দিল্লির সিলামপুরে এক জনসভায় রাহুল বলেন, আপনাদের প্রত্যেকের কাছে ১৫ লক্ষ রুপি নেই, কিন্তু মোদিজি ১০ লক্ষ রুপির স্যুট পরছেন। এই ক মাস মোদির সরকার কোনো কাজই করেনি বলেও রাহুল কটাক্ষ করেন। বিজেপি ধর্ম নিয়েও বিপজ্জনক রাজনীতি করছেন বলেও অভিযোগ করেন। শুধু মোদি কিংবা বিজেপি নয় আম আদমি পার্টির বিরুদ্ধেও তোপ দাগেন রাহুল। বলেন, ” আগেই বলেছিলাম আম আদমি পার্টি হল বিজেপি-র অন্য একটা শাখা। ভালো করে দেখুন আপ ছেড়ে সবাই কিন্তু বিজেপি-তেই গিয়েছে।” সঙ্গে যোগ করলেন, ”কংগ্রেস আগে যাই করত, কেজরিওয়াল সব কিছুরই বিরোধিতা করতেন, আর এখন মোদির বিরুদ্ধে চুপ করে আছেন কেজরিওয়াল।” প্রসঙ্গত ক দিনে বারাক ওবামাকে অ্যাপ্যায়ন জানাতে গিয়ে স্যুটের স্ট্রাইপেও বিশেষ ফ্যাশন স্টেটমেন্ট রাখতে ভোলেননি নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্টের সফরের প্রথম দিন মোদির স্যুটের স্ট্রাইপের জায়গায় ছিল তার নাম লেখা। নরেন্দ্র দামোদরদাস মোদি। নামাঙ্কিত সেই স্যুটই এরপর চলে আসে সোশ্যাল সাইটের আলোচনার কেন্দ্রে।