Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

Feni+X.MP+Mosharof+Janaja+Picture-19-8-2014ফেনী প্রতিনিধি:
ফেনীর বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। প্রয়াতের ছোট ভাই মোয়াজ্জেম হোসেন জানান, মঙ্গলবার বাদ আছর রাজধানীর গুলশান আজাদ মসজিদে চতুর্থ জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় ও নিজ জেলা ফেনীর মিজান ময়দানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে তার মরদেহ হেলিকপ্টার করে ফেনীতে আনা হয়। জানাজা শেষে আবার ঢাকায় নিয়ে যাওয়া হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মোহাম্মদ মোশাররফ হোসেনের মৃত্যু হয়। ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মোশাররফ হোসেন। তিনি দীর্ঘদিন ফেনী জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তা মোশাররফ হোসেন বিজেএমইএ সভাপতি, জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে ছিলেন। তিনি ছিলেন ইংরেজি দৈনিক ফিনানশিয়াল এক্সপ্রেসের অন্যতম পরিচালক।

Leave A Reply

Your email address will not be published.