একই পরিবারে ৫ দলের নেতা!
এসএম সাইফুল ইসলাম, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জ ৩নং পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ পাওয়া গেছে। তিনি হচ্ছেন ইউনিয়ন আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ। তাদের পরিবারে আপন ৫ভাই নেতৃত্ব দিচ্ছেন আ. লীগ, বিএনপি, জামায়াত, জাতীয়পার্টি ও যুবদলের। বড় ভাই ডা. মোশারেফ হোসেন পুটিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি। ১৯৯১ সালে তার ভাই আব্দুর রাজ্জাক ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক থাকা অবস্থায় জামায়াতের এমপি প্রার্থী মুফতি সাত্তার এর নির্বাচন পরিচালনা কমিটির সচিব হন। তৃতীয় ভাই মো. গোলাম রসুল জাতীয় পার্টির নেতা এবং ছোট ভাই আলী আজীম বাবুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। বিভিন্ন সময় যুবদলের এই নেতার হাতে লাঞ্ছিত মারপিটের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অভিযোগ রয়েছে, ভাগে রাজনীতি করা ওই পরিবারের সদস্যরা সকল রাজনৈতিক দলের নেতৃত্বে থাকায় তারা সব সরকারের আমলেই সুবিধাজনক অবস্থানে থাকেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এই পরিবারের সদস্য আব্দুর রাজ্জাক আ. লীগ থেকে নমিনেশন পাওয়ার জন্য চেষ্টা তদবির করছেন। তার অপর ভাইয়েরাও চাইছেন অন্যান্য দলের নমিনেশন। এ ঘটনায় অসন্তোষ দেখা দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল শাকিলসহ ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগন লিখিত অভিযোগ দিয়েছেন জেলা আ. লীগ নেতৃবৃন্দের কাছে। স্থানীয় সংসদ সদস্য ডা.মোজাম্মেল হোসেনও এই বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন বলে জানা গেছে।