Connecting You with the Truth

ম্যান ইউয়ে আর্জেন্টাইন তারকা রোহো ইংলিশ প্রিমিয়ার লিগে

67721.3
স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন উঠতি তারকা ফুটবলার মার্কোস রোহোকে এবার প্রথমবারের মতো দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২৪ বছর বয়সী রোহো নিজেই জানিয়েছেন ম্যান ইউয়ে তার চুক্তির কথা। ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রেড ডেভিলসদের ক্লাবে নাম লিখিয়েছেন বলে নিশ্চিত করেছেন রোহো। তিনি এর আগে স্পোর্টিং লিসবনের হয়ে খেলেছেন। চুক্তি শেষে আর্জেন্টাইন তারকা বলেন, ‘আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমি ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড়। স্পোর্টিং ক্লাব ছেড়ে আসাটাও আমার জন্য সহজ ছিল না।’ লিসবনের স্পোর্টিং ক্লাবে রোহো প্রায় ৬০টি ম্যাচে খেলেছেন। পর্তুগালের এ ক্লাবের হয়ে তিনি ২০০৯ সালে কোপা লিবারটেডরস জিতেছেন। ফিফার অল-স্টারস দলেও তার জায়গা হয়েছিল। আর্জেন্টিনার জার্সি গায়ে এবার ব্রাজিল বিশ্বকাপ মাতিয়েছেন রোহো। দেশের হয়ে তার অভিষেক ঘটে বিশ্বকাপে বসনিয়া ও হার্জেগোভানিয়ার বিপক্ষে। নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি গোলও করেছেন রোহো।

Comments
Loading...