ময়মনসিংহ শিমুলের খুনীদের দ্রুত গ্রেফতারের দাবীতে সাংবাদিক সম্মেলন
ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে নিহত ফিরোজ সরকার শিমুলের মা ফিরোজা বেগম সাংবাদিক সম্মেলন করেছেন। গত ৬ ফেব্রুয়ারি শনিবার শহরতলী দিঘারকান্দা এলাকায় কুখ্যাত সন্ত্রাসী কবীর এবং ভুট্রো পিস্তল ঠেকিয়ে প্রকাশ্যে সকল দোকানদার ও এলাকাবাসীর সামনে আমার ছেলে ফিরোজ সরকার শিমুলকে গুলি করে হত্যা করে। এ সময় কবির, ভুট্রোসহ তাদের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া গুলিতে আমার ছেলের বন্ধু আহত সোহান এখনো ডান হাতের হাড়ে আটকা থাকা গুলি নিয়ে ঘরে বসে আতংকে দিন কাটাছে। এই ঘটনার পরের দিন রবিবার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ২দিন পর মামলার এজাহার ভুক্ত আসামী স্বপন সরকারকে পুলিশ গ্রেফতার করে। এরপর অদ্যাবদি আর কোন আসামী গ্রেফতার হয়নি। পুলিশ বলছে আসামী গ্রেফতারের চেষ্ঠা চলছে।আসামী গ্রেফতারের দাবীতে দিঘারকান্দা, কেওয়াটখালী, বলাশপুর ও আশেপাশের এলাকাবাসী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ন মানববন্ধন করা হয়েছে। আজ একমাস পরে ও আমার ছেলের খুনিরা ধরা পরেনি, অথচ এই খুনিরা আত্মগোপন থাকে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নানান চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।আত্মগোপন আসামীরা প্রত্যক্ষদর্শী এবং সাক্ষীদের জড়িয়ে শহরে পোষ্টারিং করছে।এই নিয়ে শহরে নানা রকম বিভ্রান্তি ছরানোর অপচেষ্টা চালাচ্ছে।এ অবস্থায় আমার প্রশ্ন আমার ছেলে শিমুলের হত্যাকারীরা কি পার পেয়ে যাবে? এ বিষয়ে আমি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিরার দৃষ্টি আকর্ষন করছি। হত্যাকারীদের দৃষ্ঠান্ত শাস্তি কামনা করছি। সম্মেলনে উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. বাবুল মিয়া,ময়মনসিংহ জেলা ইলেকট্রোনিক্স্র মিডিয়ার সভাপতি ও সাধারন সম্পাদক সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।