যশোরে বাসের ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু
যশোর সদর উপজেলার খাজুরা ভাটার আমতলা এলাকায় বাসের ছাদ থেকে পড়ে এর হেলপার নিয়াম হোসেন (২০) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ামের বাড়ি মাগুরার রামপুর-নোয়াহাটা গ্রামে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে দায়িত্বরত পুলিশ সদস্য রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাসের ছাদে উঠে সেখানে থাকা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছিলেন হেলপার নিয়াম। এসময় হঠাৎ চলন্ত বাসের ছাদ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন এ অবস্থায় তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়।