Connecting You with the Truth

যশোরে হত্যা মামলায় ১১ জনের যাবজ্জীবন

জঙ্গিযশোরে একটি হত্যা মামলায় ১১ আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর করে কারাদন্ডাদেশ দেয়া হয়।

দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছে, যশোরের কেশবপুর এলাকার রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, দীন মোহাম্মদ, শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, আলতাফ হোসেন, তোরাব, জাকির হোসেন, সোহরাব, রফিক ও আব্দুর রাজ্জাক কাগুজি। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, যশোরের কেশবপুর উপজেলার কৃষক আব্দুস সামাদ শেখ ১৯৯৫ সালের ১ ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হাতে খুন হন। এ ঘটনায় তার পিতা নজর আলী শেখ কেশবপুর থানায় মামলা দায়ের করেন। মামলাটি যশোর থেকে খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। আদালত স্বাক্ষ্য প্রমাণ শেষে এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...