Connecting You with the Truth

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টার

0আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাস্টন কার্টার। বৃহস্পতিবার সিনেটের ভোটে ওবামা প্রশাসনের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কার্টারকে মনোনীত করা হয়। ওবামা প্রশাসনে চতুর্থ প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ৬০ বছর বয়সী কার্টার চাক হেগেলের স্থলাভিষিক্ত হবেন। চাক হেগেল ২০১৪ সালের শেষ ভাগে পদত্যাগ করেন। কার্টারকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়নের প্রস্তাবটি ৯৩-৫ ভোটের ব্যবধানে পাস হয়। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়ও ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত কার্টার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র ক্রয় সংক্রান্ত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বেই এফ-৩৫ যুদ্ধবিমানে বড় ধরনের সংস্কার করা হয়।

Comments
Loading...