Connecting You with the Truth

যুক্তরাষ্ট্রের সিনেটর দুর্নীতিতে অভিযুক্ত

Eng-1আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের এক শীর্ষস্থানীয় সিনেটর ডেমোক্র্যাট বব মেনেনদেজ দুর্নীতিতে অভিযুক্ত হয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির ১৪টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নিউজার্সির এ রাজনীতিবিদের বিরুদ্ধে ফ্লোরিডার এক চক্ষু চিকিৎসককে সুবিধা পাইয়ে দিতে অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগ আনা হয়েছে। ওই চিকিৎসক মেনেনদেজের দীর্ঘদিনের বন্ধু। মেনেনদেজ এক সংবাদ সম্মেলনে দুর্নীতির সব অভিযোগ অস্বীকার করেছেন এবং  এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে  উড়িয়ে দিয়েছেন। মেনেনদেজের বিরুদ্ধে আনা ১৪টি অভিযোগের মধ্যে রয়েছে ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি এবং ঘুষ দেয়ার মতো অপরাধও। যুক্তরাষ্ট্রে সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন মেনেনদেজ। তবে বলেছেন, তিনি চুপ থাকবেন না। অভিযোগের বিরুদ্ধে লড়বেন। নিউজার্সির সবচেয়ে বড় পত্রিকা ‘দ্য স্টার এন্ড লেজার’ মেনেনদেজকে সিনেটরের পদ থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে।

Comments
Loading...